২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পুলিশের উপর হামলা : টুকু-নয়ন চার দিনের রিমান্ডে

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু - ফাইল ছবি

পুলিশের উপর হামলার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে দেয়া অপর আসামিরা হলেন, মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।

এর আগে শনিবার রাতে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়নসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

গত ২৬ মে পল্টন থানার উপ-পরিদর্শক মো: কামরুল হাসান বিএনপি’র নেতা রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা বেআইনি মিছিল করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হয়। তারা সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দেন। এ সময় মিছিলকারীরা ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করে। এতে এক পুলিশ কনস্টেবল ও এক আনসার সদস্য আহত হন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement