২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন বিএনপির ৪৩৫ নেতাকর্মী

১২ জেলার ৪৩৫ জন বিএনপি নেতা কর্মীদের আগাম জামিন নেয়ার পর আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও অন্য আইনজীবীরা। - ছবি : সংগৃহীত

বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ময়মনসিংহ-২ আসনের সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারসহ ১২ জেলার প্রায় ৪৩৫ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বুধবার (৩০ নভেম্বর) ঢাকা, রাজশাহী, নেত্রকোনা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, নরসিংদী, নারয়ণগঞ্জ, মানিকগঞ্জের মোট ৪৩৫ জন বিএনপি নেতাকর্মীরা হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করলে আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেয়। এ ছয় সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ পুশিলের করা নাশকতার মামলায় এসব নেতাকর্মীদের আগাম জামিন দেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে বিএনপি নেতাকর্মীদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, আব্দুল জব্বার ভুঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, রুহুল কুদ্দুস কাজল, মনিরুজ্জামান আসাদ, মো: কামাল হোসেন, মাহবুবুর রহমান খান, মাহফুজুর রহমান মিলন। সাথে ছিলেন আইনজীবী গাজী তৌহিদুল ইসলাম, মাহমুদুল আরিফিন স্বপ্ন, মো: মাকসুদ উল্লাহ, শাহ নাভিলা কাসফি, রিজবাহুল কবির রিজভী, রুকনুজ্জামান সুজা, গোলাম আক্তার জাকির, ইউনুস আলী রবি, আনিসুর রহমান রায়হান, মেহবুবা জুঁই, শেখ জুলফিকার আলম শিমুল, নুরে আলম সিদ্দিক, রাসেল আহমেদ, ফয়সাল সিদ্দিকী অলি, সালেহ আকরাম শামসুল ইসলাম মুকুল, মু: কাইয়ুম, মো. উজ্জল হোসেন, মো: সাগর হোসেন, এ কে এম খলিলুল্লাহ কাসেম প্রমুখ।

জামিন প্রাপ্তদের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীমকে দেয়া হয়েছে আট সপ্তাহের আগাম জামিন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, দলটির দণ্ডিত চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির পর চলতি মাসে দেশের বিভিন্ন জেলায় নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ। এর মধ্যে এ ১২ জেলার ৪৩৫ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন নিলেন।

বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে এ সব মামলা করা হয়। এ মামলাগুলোর আইনগত ভিত্তি নেই। নাশকতার ঘটনায় যেসব মামলা দেয়া হয়েছে, বাস্তবে তা ঘটেনি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে বিএনপির ৪৩৫ নেতাকর্মীকে আজ জামিন দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী

সকল