২৩ মার্চ ২০২৩, ০৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪
`

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ১৬ নভেম্বর

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ১৬ নভেম্বর - ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেছে আদালত। নির্ধারিত দিতে প্রতিবেদন দাখিল না করায় নতুন এ তারিখ ঘোষণা করা হয়।

আজ রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকরারা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা ধারণা করেন, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

 


আরো সংবাদ


premium cement
এলএনজি, সার ও মসুর ডাল আমদানির প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায় মধ্যপ্রাচ্যে বিরোধ নিষ্পত্তিতে চীনের বিজয় স্বাগত মাহে রমজান-স্বাগতম রমজানের রোজা জাতিসঙ্ঘ পানি সম্মেলনে বাংলাদেশ সহ-সভাপতি নির্বাচিত প্রকৃত লেখকের কাজ বা দায়িত্ব কী... পাকিস্তানের সাথে মিলিয়ে বৃহস্পতিবার থেকে রোজা শুরু করলো ভারত শাসিত কাশ্মীর দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ৪ বঙ্গবন্ধুকে ভালবাসতে হলে দুর্নীতি-জঙ্গিবাদকে ঘৃণা কর : ওবায়দুল কাদের চট্টগ্রামে এক বছরে যক্ষ্মায় আক্রান্ত ১৫ হাজার ৯৯১ নারায়ণগঞ্জে সাংবাদিকপুত্রের মৃত্যু নেতৃত্বের পরিবর্তন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না : বুলবুল

সকল