২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

১ ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারকাজ

-

আগামী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার প্রধান বিচারপতির আদেশক্রমে রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে গত বছরের ১১ মে থেকে ভার্চুয়ালি বিচার কার্যক্রম চালু হয়। তবে হাইকোর্ট বিভাগের কিছু বেঞ্চ শারীরিক উপস্থিতিতে এবং কয়েকটি বেঞ্চ ভার্চুয়ালে চলছিল। এখন ১ ডিসেম্বর থেকে সব আদালত শারীরিক উপস্থিতিতে চলবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement