২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ইসলামবিদ্বেষ : তসলিমা নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

- ছবি : সংগৃহীত

ভারতে বসবাসরত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে ইসলামবিদ্বেষ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট।

অভিযুক্ত অন্য দু'জন হলেন উইমেনচ্যাপ্টার ওয়েবসাইটের সম্পাদক সুপ্রীতি ধর ও ভারপ্রাপ্ত সম্পাদক সুচিস্মিতা সিমন্তী। ওই একই ওয়েবসাইটের উপদেষ্টা লীনা হককে অব্যাহতির সুপারিশ করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল নিশাত বিবিসি বাংলাকে জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তদন্ত করে আমরা তিনজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছি। আর নাম-ঠিকানা না পাওয়ায় একজনকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। সেটাই চার্জশিটে বলেছি। এখন আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

২০১৮ সালের এপ্রিলে মামলাটি করেছিলেন মাসিক আল বাইয়্যেনাত পত্রিকার সম্পাদক মুহম্মদ মাহবুব আলম। তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, 'ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননার অভিযোগ' উত্থাপন করে মামলাটি দায়ের করা হয়েছিল। পুলিশ মামলায় চার্জশিট দিয়েছে। এখন আদালতে অভিযোগ গঠনসহ অন্য প্রক্রিয়া শুরু হবে।

মামলার অভিযোগে যা বলা হয়েছিল
মুহম্মদ মাহবুব আলম ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় পিটিশন মামলাটি দায়ের করেছিলেন, যাতে তসলিমা নাসরিন, সুপ্রীতি ধর, সুচিস্মিতা সিমন্তি ও লীনা হককে আসামি করা হয়েছিল। এই মামলায় অভিযোগ আনা হয় যে প্রযুক্তির অবাধ প্রবাহকে কাজে লাগিয়ে বিভিন্ন মিথ্যা কাহিনী তৈরি করে এসব ব্যক্তিরা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিপ্রায়ে লিপ্ত আছে।

অভিযোগে বলা হয়, ফেসবুকে ‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নাই’ শিরোনামে লেখা একটি পোস্টে তসলিমা নাসরিন পয়গম্বরদের নিয়ে ইসলামবিদ্বেষী মন্তব্য করেছেন এবং তার লেখাটি উইমেন চ্যাপ্টার নামক ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়।

অভিযোগে আরো বলা হয়, আসামিদের সকলে এ দেশের ধর্মপ্রাণ নারী সমাজকে হেয় প্রতিপন্ন করার একই সাধারণ উদ্দেশ্য পূরণ কল্পে তাদের ওয়েবসাইট ও ফেসবুকে ইসলামবিদ্বেষী এসব পোস্ট করে থাকেন। বাদী/সংবাদদাতা একজন ধার্মিক মুসলিম ও আলেম হওয়ায় এসব ইসলামবিদ্বেষী পোস্ট পড়ে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।

এতে বলা হয়, বাদী তাদের শেয়ার বা পোস্ট করা আরো কিছু ইসলামবিদ্বেষী পোস্ট দেখেছেন।

মামলাটি ট্রাইব্যুনালে দায়েরের পর ট্রাইব্যুনাল ঢাকার শাহজাহানপুর থানাকে এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন।

নব্বইয়ের দশকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে মামলা হয়েছিল। বর্তমানে ভারতে বসবাস করছেন তিনি। ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করেছিলেন তিনি।

অন্য দিকে সুপ্রীতি ধরও বিদেশে বসবাস করেন। আদালতে অভিযোগপত্র দেয়ার পর তিনি তার ফেসবুক পাতায় অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে জানিয়েছেন, যেহেতু 'আসামিপক্ষ' দেশের বাইরে, তাই চার্জশিটে পুলিশ ইন্টারপোলের সহায়তা চেয়েছে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা গাজার বালিতে আটকে পড়েছে ইসরাইলি বাহিনী : হামাস মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন : যা বলছে আওয়ামী লীগ মান্দায় বিদ্যুতের আগুনে পুড়ল ৮ বসতবাড়ি রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বললেন আফ্রিদি গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত অভিযোগ করার পর ইনসুলিন ইঞ্জেকশন কেজরিওয়ালকে! হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

সকল