২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সুপ্রিম কোর্ট বারের সভাপতি নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেলকে প্রত্যাখ্যানের আহ্বান এনএলসির

সুপ্রিম কোর্ট বারের সভাপতি নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেলকে প্রত্যাখ্যানের আহ্বান এনএলসির - ছবি- সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভাবমূর্তি রক্ষায় সাবেক সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীনকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনএলসির চেয়ারম্যান বিশেষ সাধারণ সভার একটি পক্ষের বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার জন্য অ্যাটর্নি জেনারেলকে আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরুর মৃত্যুর কারণে সমিতির সভাপতির পদ শূন্যতা পূরণের লক্ষ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গত ৪ মে ডাকা বিশেষ সাধারণ সভায় আইনজীবীরা দু’ভাগে বিভক্ত হয়ে যেরূপ হট্টগোল করেছেন তা সমিতির প্রত্যেক সদস্যের জন্য লজ্জার ও অনভিপ্রেত। ওই ঘটনা জাতীয় গনমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় জাতির কাছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে।

এনএলসির পক্ষ থেকে গত ৪ মে সমিতির সাধারণ সভায় ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইনজীবীদের নেতা ও সমিতির সাবেক সভাপতি এ এম আমিন উদ্দীনকে ওই বিশেষ সাধারণ সভায় আইনজীবীদের একাংশের বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। একইসাথে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ঐতিহ্য ও ভাবমূর্তি ফিরিয়ে এনে দলমত নির্বিশেষে সমিতির মর্যাদা রক্ষায় অবিলম্বে সকল সিনিয়র সদস্য ও সাবেক নির্বাচিত সভাপতি ও সাবেক সম্পাদকের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত করার জন্য অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করা হয় বিবৃতিতে।


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল