১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ - ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম বুধবার এ আদেশ দেন। এ ব্যাপারে ওই আদালতের পেশকার মিজান বলেন, পিবিআইকে আগামী ৩১ জানুয়ারি প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২৯ ডিসেম্বর তারিখে দেলোয়ার হোসেন এ মামলা দায়ের করেন। মামলায় সাঈদ খোকন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মো: ইউসুফ আলী সরদার, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো: মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও মো: ওয়ালিদকে আসামি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement