১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

চমেক হাসপাতালের ৪টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক

চমেক হাসপাতালের ৪টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক - ছবি - সংগৃহীত

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চারটি ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দুদকের চট্টগ্রাম অঞ্চল-২ এর উপসহকারী পরিচালক শরিফ উদ্দিন।

তিনি জানান, চমেক হাসপাতালের চারটি ক্যান্টিনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ২৯ লাখ ৪৭ হাজার ৬৯৬ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া চমেক হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করছে দুদক।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অগ্রণী ব্যাংক শাখার ম্যানেজার লক্ষ্মণ চন্দ্র দাশ বলেন, ‘তৃতীয় শ্রেণি কল্যাণ তহবিল, স্টাফ ক্যান্টিন ফান্ড, মেডিকফ এবং নার্সিং কল্যাণ তহবিলের তথ্য চেয়েছে দুদক। আমরা তথ্য দিয়েছি। এই হিসাবগুলোতে সকল ধরনের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দুদক কর্মকর্তা।’

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত করছে দুদক।

এর আগে গত ২৫ ও ২৬ নভেম্বর চমেক হাসপাতালের সাবেক উপপরিচালক ও রক্ত পরিসঞ্চালন বিভাগের এক চিকিৎসকসহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement