২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পাঁচ আসামিকে আগাম জামিন না দিয়ে পুলিশে দিলেন হাইকোর্ট

পাঁচ আসামিকে আগাম জামিন না দিয়ে পুলিশে দিলেন হাইকোর্ট - ফাইল ছবি

অর্থপাচার ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আত্মসমর্পণের আদেশ লংঘন করে আবারো আগাম জামিন নিতে আসায় পাঁচ আসামিকে পুলিশে সোপর্দ করেছেন হাইকোর্ট।

আসামিরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোফাজ্জল হোসেন মোল্লা, মো: রাহাত হোসেন, আলাউদ্দিন মোল্লা, মো: রমজান আলী ও পটুয়াখালীর মো: সুমন।

সোমবার বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের পর তাদেরকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো: ফয়সাল হাসান।

এই পাঁচ আসামির বিরুদ্ধে মানিলন্ডারিং ও ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর রমনা থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় গত বছরের ২৪ সেপ্টেম্বরের হাইকোর্টের একটি বেঞ্চ আসামিদের চার সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে এক প্রায় এক বছর পর আবারো হাইকোর্টে আগাম জামিন নিতে আসেন।

আসামিদের আইনজীবী ফয়সাল হাসান আদালতকে বলেন, তাদের আইনজীবী সঠিক পরামর্শ না দেয়ায় তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করতে পারেননি। যার কারণে তারা পুনরায় আগাম জামিন নিতে এসেছেন। আসামিদের উপস্থিতিতে তাদের আইনজীবী আবারো আগাম জামিন চান। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে আসামিদেরকে পুলিশে সোপর্দ করেন। শাহবাগ থানা পুলিশকে এসব আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে?

সকল