২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অবৈধ সম্পদ অর্জন মামলায় ডিআইজি মিজানসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গ্রহণ

মিজানুর রহমান মিজান - ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের ডিআইজি মিজানুর রহমান মিজানসহ চারজনের বিরুদ্ধে চার্জ গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৬-এর বিচারক আসিফুজ্জামান শুনানি শেষে এ চার্জ গঠন করেন। আগামী ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিচারের সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে মিজানের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দিন ধার্য করা হয়।

এদিকে আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতে চার্জ গঠন করা হয়। পরে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য মহানগর দায়রা জজ আদালত থেকে বিশেষ জজ-৬-এ বদলি করা হয়।

মিজান ছাড়া চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগ্নে মাহমুদুল হাসান।

জানা যায়, মাহমুদুল হাসান রাজধানীর কোতোয়ালি থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। গত ৩০ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মঞ্জুর মোর্শেদ এ চার্জশিট দাখিল করেন।


আরো সংবাদ



premium cement