২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিডিনিউজ সম্পাদকের জামিন

তৌফিক ইমরোজ খালিদী - ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েশ জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তিনি চারটি ব্যাংকের হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে ওই টাকা অর্জন করেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলা দায়ের করার পর আসামি তৌফিক ইমরোজ খালিদী হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।


আরো সংবাদ



premium cement