২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অর্থ পাচারের মামলায় রাশেদুল হক চিশতীর জামিন

অর্থ পাচারের মামলায় রাশেদুল হক চিশতীর জামিন - সংগৃহীত

ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) অর্থ পাচারের পৃথক ২ মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতীকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর আদালতের জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীগন পৃথক ২ মামলায় জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ২০ হাজার টাকা বন্ডে একজন স্থানীয় জামিনদারের জিম্মায় জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, এ বছরের ২১ জুলাই ৪০ কোটি ৭৯ লাখ টাকা ও ২৭ জুলাই ১ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি করেন। অনিয়ম, জাল-জালিয়াতি ও মানিলন্ডারিং মামলায় ২০১৮ সালের ১০ এপ্রিল থেকে রাশেদ চিশতী কারাগারে আছেন।


আরো সংবাদ



premium cement