২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্টের এমডি রিমান্ডে, স্ত্রী কারাগারে

অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্টের এমডি রিমান্ডে, স্ত্রী কারাগারে - ছবি : সংগৃহীত

গ্রাহকের প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল্লাহকে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে। একই অভিযোগে তার স্ত্রী নিপা সুলতানাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালেতে হাজির করে পুলিশ। এসময় পল্টন থানার প্রতারণা মামলার সুষ্ঠু তদন্তের জন্য শহিদুল্লাহর বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে তার স্ত্রী নিপাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে সোমবার দুপুরে লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

গ্রাহকের সাথে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে পল্টন থানায় এ মামলা করা হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement