২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভার্চুয়াল আদালতে শুনানি : ২৫ দিনে ৩৯ হাজার ২০২ জনের জামিন

-

ভার্চুয়াল আদালতে আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ৩৯ হাজার ২০২ জন জামিন পেয়েছেন।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো: সাইফুর রহমান বলেন, ১১ মে থেকে ২৫ কার্যদিবসের মধ্যে ৭৩ হাজার ১১৬ জনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আদালতের কার্যক্রম ২৬ মার্চ থেকে স্থগিত থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটির মধ্যে ১১ মে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

হাইকোর্ট গত ১০ মে জরুরি মামলার ভার্চুয়াল শুনানির জন্য তিনটি বেঞ্চ গঠন করে এবং অধীনস্থ আদালতগুলোকে জরুরি জামিন সম্পর্কিত মামলাগুলো শুনানির জন্য নির্দেশনা দেয়।

আদালতকে ভিডিও কনফারেন্স এবং অন্যান্য ডিজিটাল সুবিধার মাধ্যমে বিচারের কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়ার জন্য সেদিন একটি অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ওই অধ্যাদেশ জারি করেন।

পরে একটি প্রজ্ঞাপন জারি করে অধ্যাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement