২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেলে ফৌজদারি অপরাধ : হাইকোর্ট

হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেলে ফৌজদারি অপরাধ : হাইকোর্ট - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত কেউ হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

কোনো রোগী অবহেলায় মারা গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া আইসিইউ মনিটরিং এর জন্য হটলাইন চালু। সেইসঙ্গে শয্যা ব্যবস্থাপনার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের নির্দেশ দেয় হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বেসরকারি হাসপাতালের আইসিইউ ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

অক্সিজেন সিলিন্ডারের মূল্য নির্ধারণের নির্দেশনা দেয়া হয়েছে।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement

সকল