২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নিম্ন আদালতের ২ বিচারকের করোনা শনাক্ত : আইনমন্ত্রী

নিম্ন আদালতের ২ বিচারকের করোনা শনাক্ত : আইনমন্ত্রী - ছবি : সংগৃহীত

নিম্ন আদালতের দুই বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনিবার জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘নতুন করে আক্রান্ত দুই বিচারকের মধ্যে একজন জেলা ও দায়রা জাজ এবং আরেকজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।’

আইনমন্ত্রী ইউএনবিকে জানান, এছাড়াও হাইকোর্টের একজন বিচারক করোনা আক্রান্ত ছিলেন। তবে তিনি এখন ভালোর দিকে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৮৭৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন বলে শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর আরও জানায়, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৫২ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১০ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement