২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আদালত বন্ধের ব্যাপারে বিচারপতিদের নিয়ে বসবেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন - সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় আদালত বন্ধের বিষয়ে উচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মুজিবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনে আমরা বিস্তারিত পদক্ষেপ নিয়েছি। নিম্ন আদালত থেকে সুপ্রিমকোর্ট, সব আদালতে জন্মশতবার্ষিকী বছরব্যাপী পালন করা হবে।’

তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা সচেতন। আমরা সব জজ সাহেব বসে সিদ্ধান্ত নিব- এটা নিয়ে কী করা যায়। এখন কোর্ট বন্ধ আছে (২৮ মার্চ পর্যন্ত সুপ্রিমকোর্ট ছুটি)। কোর্ট খোলার আগে আমরা একবার সবাই বসবো। বসে বিচারপ্রার্থী যারা আছেন তাদেরও যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোর্ট খোলার আগেই আমরা বসে সিদ্ধান্ত নেব তখন আপনাদের সেটি জানাবো।’

নিম্ন আদালতে জনসমাগম বেশি হয় সেক্ষেত্রে নিম্ন আদালতের ব্যাপারেও কী সিদ্ধান্ত নেবেন জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘নিম্ন আদালত যেহেতু হাইকোর্টের অধিনে সুতরাং সব ব্যাপারেই আমরা সিদ্ধান্ত নেব।’

‘কারণ লাখ লাখ বিচারপ্রার্থী রয়েছে, তাদের কথাও আমাদের মাথায় রাখতে হবে। পরিপূর্ণভাবে যদি কোর্ট বন্ধ হয়ে যায়, তাহলে মানুষের ভোগান্তি বেড়ে যাবে। কারণ অনেকেই জরুরি বিষয় নিয়ে কোর্টে আসে। সবাই বসে একটা সিদ্ধান্ত নেব,’ যোগ করেন তিনি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement