২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিএনপি নেতা কায়সার কামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বিএনপি নেতা কায়সার কামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ - ছবি : নয়া দিগন্ত

সহকর্মী আইনজীবীর স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেফতারকৃত বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কারী কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক আওলাত হোসেন।

অপর দিকে আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জেল গেটে এক দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এছাড়াও জেলগেটে জিজ্ঞাসাবাদ শেষে প্রতিবেদন পাওয়ার পর জামিন শুনানি হবে বলে জানান আদালত।

বৃহস্পতিবার তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ব্যারিস্টার আতিকুর রহমান বাদি হয়ে রাজধানীর কলাবাগান থানায় মামলাটি করেন।

কলাবাগান থানার ইন্সপেক্টর (অপারেশন) ঠাকুর দাস বলেন, আতিকুর রহমান প্রতারণার অভিযোগ এনে ব্যারিস্টার কায়সার কামালের নামে ফৌজদারি কার্যবিধি ৪২০ ধারায় একটি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লে¬খ করা হয়, ‘আতিকুর রহমানের অনুমতি ছাড়া তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ, গাড়িতে নিয়ে ঘোরা তথা সম্পর্ক বজায় রেখেছেন কায়সার কামাল। এ সম্পর্কের ফলে তিনি নিজে এবং নিজের সংসার জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ তিনজনকে গতকাল বুধবার রাতে কলাবাগান থানায় পুলিশ হেফাজতে নেয়া হয়। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য বেনাপোল সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ৪ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি!

সকল