আ’লীগ নেতা হানিফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ অক্টোবর ২০২৪, ২১:০৬
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসাথে তার স্বজন এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশনা দিয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর মাহবুবুল আলম হানিফ গা ঢাকা দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা