১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিরোজপুরে নারীকে কুপিয়ে হত্যা নীলফামারী ও কিশোরগঞ্জে ২ লাশ উদ্ধার

-

পিরোজপুরের নাজিরপুরে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নীলফামারীর ডোমারে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জের কটিয়াদীতে ক্ষেত থেকে এক প্রবাসীর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
পিরোজপুরে গভীর রাতে নারীকে কুপিয়ে হত্যা
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের নাজিরপুরে জুতিকা বালা (৫০) নামের এক নারীকে গভীর রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত জুতিকা বালা উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই নারীর নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশের ধারণা টাকার জন্য ও মাদকাসক্ত হয়ে কেহ ওই নারীকে কুপিয়ে হত্যা করতে পারে। এ ঘটনায় ওই নারীর ছেলে জুতিষ বালা ও জুতিষ বালার চাচাতো ভাই উজ্জ্বল বালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের ছেলে ক্ষিতিশ বালা জানান, উপজেলার কালিবাড়িতে তার একটি চায়ের দোকান রয়েছে। প্রতিদিন ওই দোকানের কাজ সেরে ১১-১২টার দিকে তার পিতা ও তিনি বাড়িতে যান। অন্যান্য দিনের মতো ওই রাতের সাড়ে ১২টার দিকে তিনি ও তার পিতা দোকান থেকে বাড়িতে ফিরেন। এর কিছু আগে বড় ভাই জুতিষ বালা বাড়িতে ফিরে দেখতে পান তার মাকে দুর্বৃত্তরা মারাত্মকভাবে কুপিয়ে আহত করে রক্তাত অবস্থায় ঘরে ফেলে রেখে গেছে। ওই অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি আরো জানান, তাদের ঘরে কিছু টাকা ছিল। ধারণা করা হচ্ছে কেউ ওই টাকা নিতে এলে তার মা তাতে বাধা দেন। এর জেরে মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তার মা গত প্রায় ১০ বছর ধরে সামান্য মানসিক সমস্যায় ভুগছেন। তিনি একা একা থাকতেন। তাদের পারিবারিক কোনো শত্রু নাই বলে তার দাবি। তার মা তাদের ফাঁকা বাড়িতে ওই রাতে একাই ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো: সিন্টু হাওলাদার বলেন, তার বাড়ি সংলগ্ন এলাকায় সংঘটিত ওই ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, ওই নারীর নাক, মুখ ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে দাঁড়ালো অস্ত্রের কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। নাজিরপুর থানার ওসি মো: শাহ আলম হাওলদার বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা ধারণা করা সম্ভব হচ্ছে না।
ডোমারে কলেজছাত্রের লাশ উদ্ধার
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে সৌরভ সরকার হৃদয় (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার পৌর শহরের ৮নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সৌরভ ডাঙ্গাপাড়া এলাকার মৃত চানু সরকারের ছেলে ও ডোমার সরকারি কলেজের ছাত্র ।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে সৌরভের বাড়ির লোকজন ঘর থেকে বের হলে দেখতে পায় ঘরের বারান্দায় চালের আড়ার সাথে গলায় কাপড় দিয়ে ঝুলে রয়েছে সৌরভ। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তবে কী কারণে সৌরভ আত্মহত্যা করেছে সেটা কেউ বলতে পারছে না।
ডোমার থানার ওসি মহসিন আলী সৌরভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে ফসলের ক্ষেত থেকে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে কটিয়াদী পৌর এলাকার হালুয়াপাড়া গ্রামের ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কটিয়াদী থানা পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের নাম স্মৃতি আক্তার (২৪)। তিনি বাগরাইট গ্রামের মানিক মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডের বেলদী গ্রামের বিল্লাল ভূইয়ার ছেলে আমিন ভূইয়া কাতার প্রবাসী।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা স্মৃতির বাপের বাড়ির কাছেই তাকে হত্যা করে ফেলে যায়। সকালে বাড়ির অদূরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কটিয়াদী থানা পুলিশ লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল