১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুর্নীতির মামলায় আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

-

দুর্নীতির মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুদকের এক বৈঠকে চার্জশিট অনুমোদন দেয়া হয়।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো: আকতারুল ইসলাম জানান, ২০১৭ সালের ২৩ এপ্রিল দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন বাদি হয়ে আবুল খায়ের লিটুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ওই মামলার তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার দুদক তাকে অভিযুক্ত করে চার্জশিটের অনুমোদন দেয়। আগামী সপ্তাহের যেকোনো দিন এ চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানান তিনি।
চার্জশিটে বলা হয়, আবুল খায়ের লিটুর দাখিল করা সম্পদ বিবরণীতে ১১ লাখ ১২ হাজার ৫০২ টাকার তথ্য গোপন এবং ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছিল। মামলাটি তদন্ত করেন দুদকের উপ-পরিচালক কামরুজ্জামান। তদন্তকালে আবুল খায়ের লিটুর ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়; যে কারণে আবুল খায়ের লিটুর বিরুদ্ধে দুদক আইনে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement