তিন জেলায় খুন হলেন ৩ জন
- নয়া দিগন্ত ডেস্ক
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
নওগাঁ, কক্সবাজার ও মুন্সীগঞ্জে পৃথক ঘটনায় তিন ব্যক্তি হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধে প্রাণ গেছে শরিফ উদ্দিন সোনার নামে এক যুবকের। অপরদিকে কক্সবাজারের রামুতে মোবাইলফোনে বন্ধুর প্রেমিকার আপত্তিকর ছ্িব রাখায় খুন হয়েছেন আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ী। এ ছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো: অনিক নামে এক অটোরিকশাচালক।
ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
মান্দা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে শরিফ উদ্দিন সোনার (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শরিফ সোনার কশব ইউপির তুড়ুকবাড়িয়া গ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ সাহাবুদ্দিন ওরফে সাহেব আলীর ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের সুলতান আকন্দ (২২) ও পারভেজ আকন্দ (২২)।
এ ঘটনায় নিহতের বাবা গ্রাম পুলিশ সাহাবুদ্দীন সোনার বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন থেকে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। রাতেই নিহতের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনায় নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় আসামি সুলতানের মা সেলিনা বিবিকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বন্ধুকে খুন
কক্সবাজার অফিস জানায়, কক্সবাজারে ‘মোবাইল ফোনে ধারণকৃত প্রেমিকার আপত্তিকর ছবি’ দিতে অস্বীকৃতি জানানোয় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ব্যবসায়িক অংশীদার ও বন্ধুকে কৌশলে তুলে নিয়ে হত্যার অভিযোগে আরেক বন্ধুকে র্যাব আটক করেছে।
বুধবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ব্যাটালিয়নটির উপ-অধিনায়ক মেজর মো: শরীফ আহসান।
র্যাব জানিয়েছে, গত ৭ জুলাই সকালে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খাদেম পাড়ায় রেললাইনের পূর্বপাশে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল্লাহ আল মামুন নামের ব্যবসায়ী এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আটকে র্যাব অভিযান শুরু করে।
নিহত আব্দুল্লাহ আল মামুন (৩০) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়ার মৃত মো: নবী হোসেনের ছেলে। আর আটক মো: শাহেদ হোসেন (৩০) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী সিকদার পাড়ার মো: মতিউর রহমানের ছেলে।
ছুরিকাঘাত করে অটো ছিনতাই, যুবক নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোচালকের মৃত্যু হয়েছে। ওই এলাকারথসড়কের পাশ থেকে মো: অনিক (২৫) নামে ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মুক্তারপুর-টংগিবাড়ী সড়কের আটপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিকশাচালক অনিক সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জিয়সতলা এলাকার মো: সেলিমের ছেলে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসবথতথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জের নারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে হত্যার পর অনিকের অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা