বিদ্যুৎস্পৃষ্টে ৪ জেলায় নিহত ৪
- নয়া দিগন্ত ডেস্ক
- ১০ জুলাই ২০২৪, ০০:০০
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল এক স্কুলছাত্রসহ চার জেলায় ৪ জন নিহত হয়েছেন।
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দীন বিশ^াস পোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জিসান আহমেদ (১১)-এর মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পোয়ালবাড়ি গ্রামের কামাল হোসেনের ছেলে জিসান আহমেদ প্রতিদিনের মতো স্কুলে যায়। সেখানে মাঠে খেলার সময় এক ছেলে জিসানের পায়ের সেন্ডেল স্কুলের টিনের চালের ওপর ফেলে দিলে জিসান সেটি আনতে টিনের চালের ওপরে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। জিসানের মৃত্যুর সংবাদে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসীর ধারণা টিনের তৈরি এ ভবনটিতে যে কোনোভাবে বিদ্যুতের তারে লিক হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান কচির স্ত্রী মোসা: পারুল বেগম (৩৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
সাজ্জাদুর রহমান কচি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
মঙ্গলবার পারুল বেগম গোসল শেষে ভেজা কাপড় পাল্টানোর জন্য বাড়ির ভেতরে আসেন। এ সময় অসতর্কবশত বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুতের স্পর্শে কাবির খন্দকার (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাবির দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর মৌলভীপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার বিকেল ৫টায় নিজ বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, কাবির নিজ বাড়িতে টিনের ছাউনি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে সে একটি কাঁচা বাঁশ টিনের ছাউনিতে দিতে গেলে তার বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সাথে অসাবধানতাবশত বাঁশটি লাগলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শেখ (৫৪) নামে ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিজ বসতঘরে বিদ্যুতের তার সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
জাহাঙ্গীর শেখ উপজেলার কচুয়াকাঠী গ্রামের মরহুম মোবারেক শেখের ছেলে। কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাউখালী থানার ওসি হুমায়ূন কবীর বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা