১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রহ্মপুত্রের তীরে দৃষ্টিনন্দন হুইটফুল

ব্রহ্মপুত্রের তীরে দৃষ্টিনন্দন হুইটফুল -

গ্রাম-বাংলার মেঠোপথ কিংবা নদীর ধারে অযতœ ও অবহেলায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে দৃষ্টিনন্দন হুইটফুল গাছ। এটি বর্ষজীবী গুল্ম ও কন্দজাতীয় উদ্ভিদ। অঞ্চলভেদে এটিকে বনহলুদ,জংলি হলুদ কিংবা শটি ফুল নামেও ডাকা হয়। এ গাছটি গড়ে ৩-৪ ফুট লম্বা হয়ে থাকে। এর পাতার রঙ সবুজ, অগ্রভাগ সুঁচালো ও মধ্যশিরা স্পষ্ট হলুদ গাছের মতো। ফুলগুলো অপেক্ষাকৃত বড় মুঞ্জরিদণ্ডে ঊর্ধŸমুখী। পাপড়িগুলো সুবিন্যস্তভাবে সাজানো থাকে। ফুটন্ত ফুলগুলো গোলাপি-লাল, বেগুনি ও হলুদ আভায় মিশ্রিত হয়। এমনি একগুচ্ছ দৃষ্টিনন্দন হুইটফুলের ছবিটি কিশোরগঞ্জের হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদ মহল সেতুসংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চল থেকে হোসেনপুর সংবাদদাতা জাহাঙ্গীর আলম

 


আরো সংবাদ



premium cement