বিভিন্ন স্থানে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু
- নয়া দিগন্ত ডেস্ক
- ১০ জুলাই ২০২৪, ০০:০০
দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে এক মাদরাসা শিক্ষার্থী ও দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ডুবে সোহেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নইলা ঘাট এলাকায় বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরির দল দুই ঘণ্টা চেষ্টা করে ওই যুবকের লাশ উদ্ধারে করে। নিহত যুবক মেলান্দহ পৌর এলাকার বারুইপাড়া গ্রামের শওকত আলীর ছেলে।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় মাদরাসার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বেলাল হোসেন (১৩) নামে এক মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মাদরাসার শিক্ষার্থীরা জানান, রামপুর ইসলামিয়া মিজবাহুল মাদরাসার হোস্টেলের শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মাদরাসার পুকুরে গোসল করতে যায়। এ সময় বেলাল হোসেন পুকুরে ডুবে নিখোঁজ হয়ে যায়। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তল্লাশি চালিয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে ডুবে আজমাইল ইফতেদার গালিফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সিংড়া পৌর শহরের মহেশচন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু নাটোরের ধরাইল এলাকার রেজাউল করিমের ছেলে।
স্থানীয় ওয়ার্ড কমিশনার আব্দুল আউয়াল রিংকু জানান, শিশু গালিফ তার মায়ের সাথে মামা আরিফুল ইসলামের বিয়েতে এসে হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে আত্রাই নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে হুসান (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সে শালবাহান ইউনিয়ন দানাগঞ্জ গ্রামের আজিজুল ইসলামের ছেলে। মঙ্গলবার বেলা ১১টায় বাড়ির পাশের পুকুরে এই ঘটনা ঘটে। পরিবার লোকজন ও স্বজনরা জানান, সকালে হুসান বাড়ির উঠানে খেলা করছিল। পরে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়। আশপাশে খোঁজাখুঁজির পর না পেলে পরক্ষণে বাড়ির পাশে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা