১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

৫ জেলায় ৫ জন নিহত

-

সড়ক দুঘটনায় বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর, বাগেরহাট ও জয়পুরহাটে পাঁচজন নিহত হয়েছেন।
বগুড়া অফিস ও দুপচাঁচিয়া সংবাদদাতা জানান, বগুড়ায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত ও হেলপার আহত হয়েছেন। গতকাল রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার থানা মোড় কলেজ গেট এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে চান মিয়া (৫০)। এ ট্রাকের হেলপার নওগাঁর মহাদেবপুরের বড়াইল এলাকার ইনছের আলীর ছেলে ইয়াকুব আলী গুরুতর আহত হয়েছেন। দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আম বোঝাই একটি পিকআপের চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আলমগীর হোসেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কোকডহুরা গ্রামের মৃত আমীর আলীর ছেলে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইদ্রিচ আলী জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আম বোঝাই একটি পিকআপভ্যান করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক আলমগীর হোসেন নিজের আসনেই আটকে যান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে কালীগঞ্জের বাজারে ধনে পাতা বিক্রি করতে যাওয়ার সময় সাইকেল আরোহী এক কৃষক কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন। গতকাল রোববার গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের মৈশাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম চাঁন মিয়া (৬০)। তিনি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় সুলতান খান (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় দিকে রায়েন্দা মহিলা দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা থানার ওসি এ আইচ এম কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মেসি ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোস্তাকিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মোস্তাকিম উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের রুহুল আমিনের ছেলে। গতকাল রোববার সকাল সোয়া ৮টা হিলি-জয়পুরহাট সড়কের মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 


আরো সংবাদ



premium cement