বালিয়াডাঙ্গীতে সাপের দংশনে স্কুলছাত্রী ও গৃহবধূর মৃত্যু
- বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ০৮ জুলাই ২০২৪, ০০:৫৬
ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঘুমের ঘরে বিষাক্ত সাপের দংশনে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রী সুভাত্রা (৯) ও গৃহবধূ সাহাবানু আক্তার (৪০) নাম দুইজনের মৃত্যু হয়েছে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (৭ জুলাই) ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামের আকালু চন্দ্রের কন্যা ও চৌটাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুভাত্রাকে নিজ ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ দংশন করলে সে তার মাকে বলে আমাকে কী যেন কামড় দিয়েছে। পরে তার পরিারের লোকজন বাতি জ্বালিয়ে সাপটিকে দেখতে পেয়ে, সেটি মারার চেষ্টা করলে পালিয়ে যায়। এর পর সুভাত্রাকে চিকিৎসার জন্য ওঝা ও চিকিৎসককে বাড়িতে ডেকে এনে চিকিৎসা করায়। পরে শারীরিক অবস্থা অবনতির হলে ভোর ৫টায় সুভাত্রা মৃত্যুর কোলে ঢলে পড়ে। রোববার সকালে পারিবারিকভাবে তার সৎকার সম্পন্ন করা হয়।
অপর দিকে, উপজেলার পাড়িয়া ইউনিয়নের নিটলডোবা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী সাহাবানু আক্তার শনিবার (৬ জুলাই) রাতের খাবার খেয়ে সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
রোববার ভোর রাতে বিষাক্ত সাপ তাকে দংশন করে। এ সময় তার চিৎকারে পাশে থাকা স্বামী জয়নাল আবেদিন বাতি জ্বালিয়ে দেখেন সাপটি পালিয়ে যাচ্ছে। পরে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এসে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎণিকভাবে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। সেখানে নিয়ে যাবার পথে সাহাবানু মৃত্যুর কোলে ঢলে পড়েন।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে দুবাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারুল আক্তার উপজেলার দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী জাকির মড়লের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারুল আক্তার দুপুরে বাড়ির আঙ্গিনায় খড়ের গাদায় থেকে গরুর জন্য খড় আনতে যায়।
এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নিয়ে যাবার পথে পারুল আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা