চুলের তৈরি কেটলি
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৮ জুলাই ২০২৪, ০০:৫৫
কারিকুরি করে চুল দিয়েই মাথার উপরে তৈরি করা হয়েছে চায়ের কেটলি। মাথা ঝোঁকালে সেখান থেকে চা-ও পড়ছে। এমনই এক কাণ্ড ঘটিয়েছেন ইরানের এক কেশসজ্জা শিল্পী। এই নিয়ে একাধিক ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
সাইদেহ আরিয়া নামে ওই কেশসজ্জা শিল্পীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রাহকদের চুলে ধাতব তার জড়িয়ে একটি ধাঁচা তৈরি করেছেন তিনি। এর পরে সেই ধাতব ধাঁচায় চুল এবং পরচুল জড়িয়ে এমন রূপ দিয়েছেন, যা দেখতে হুবহু কেটলির মতো। সেই কৃত্রিম কেটলি চা ধরে রাখতেও সক্ষম।
একটি ভিডিওতে চুলের কেটলি থেকে চা ঢেলে খেতেও দেখা গিয়েছে আরিয়াকে। উল্লেখ্য, শুধু কেটলি নয়, চুলকে ‘লভ সাইন’, জুতোসহ বিভিন্ন জিনিসের আকার দিতে পারদর্শী তিনি। একটি ইনস্টাগ্রাম পোস্টে আরিয়া লিখেছেন, ‘ফ্যাশনে অনেক বৈচিত্র রয়েছে।
কিন্তু আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা প্রাকৃতিক বলে মনে হবে। তাই চুলের কেটলি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম।’ ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা