১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বৃষ্টি কমে যাবে সামনের ক’দিন বাড়বে গরম

-

বৃষ্টি কমে গেছে। সামনের কয়েকদিন এই অবস্থা চলতে থাকবে। দক্ষিণ-পশ্চিম বায়ু বাংলাদেশের উপর মোটামোটি সক্রিয়। সামনের কয়েকদিন এটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে দেশব্যাপী বৃষ্টি এখনকার চেয়ে আরো কিছুটা কমে যাবে। বৃষ্টি কমে গেলে গরম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ বাংলাদেশে পুরো জুলাই মাসেই সূর্য অনেকটা মাথার উপর থেকে লম্বভাবে কিরণ দিতে থাকবে। বাংলাদেশে এ সময়টা মূলত গরম আবহাওয়া বিরাজ করে থাকে। বৃষ্টি হলে গরম কমে যায়, আবার বৃষ্টি না থাকলে বেড়ে যায়। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ নয়া দিগন্তকে জানিয়েছেন, বাংলাদেশের আকাশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী কমতে শুরু করেছে। এটা ধীরে ধীরে চলে যাচ্ছে উত্তর-পশ্চিম দিকে। অর্থাৎ ধীরে ধীরে ভারত ও পাকিস্তানের পাঞ্জাবের দিকে যাচ্ছে। এই প্রক্রিয়া চলবে সপ্তাহ খানেক। এরপর আবার মৌসুমী বায়ু ধীরে ধীরে ফিরে আসবে বাংলাদেশের আকাশে। এই ঘটনা প্রতি বছরই ঘটে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতর গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে জানিয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। তবে আজ রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রায় সর্বত্রই এখনকার চেয়ে বৃষ্টি কমে যেতে পারে। আজ রোববার সার্বিক তাপমাত্রা গতকাল শনিবার থেকে সামান্য বাড়বে। অপর দিকে সোমবার ও মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তার মানে তাপমাত্রা এর মধ্যেই ধীরে ধীরে কিছুটা বাড়বে। কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
গতকাল শনিবার সারা দেশেই কম-বেশি বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগ ছাড়া দেশের অন্য সাত বিভাগে বৃষ্টির পরিমাণ অনেক কমে গেছে। বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা মোটামোটি সহনীয় মাত্রায় রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনা জেলার ঈশ্বরদীতে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। এই ঈশ্বরদীতে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ছিল রংপুরে ১২৩ মিলিমিটার। ঢাকায় সামান্য কিছু বৃষ্টি হলেও তা ঢাকার আগারগাঁওয়ে স্থাপিত বৃষ্টি মাপার যন্ত্রে তা ধরা পড়েনি। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ রোববার সারা দেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল