১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএনপি এখন কোটা ও শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে : ওবায়দুল কাদের

-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মনের জোর কমে বেড়েছে মুখের জোর। মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায়। এখন তারা কোটা আন্দোলন এবং শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে। কিন্তু পরের কাঁধে ভর দিয়ে আন্দোলন করে জয়ী হওয়া যায় না। গতকাল বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেতাদের মুখের কোনো ট্যাক্স নেই, লাগাম নেই। গাড়িচালক বেপরোয়া হলে যে অবস্থা হয়, রাজনীতিতে তারা (বিএনপি) হলো বেপরোয়া চালক। কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ জানে না। কে চালায় বিএনপি? লন্ডন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালায়। সড়কপথে কিংবা নৌ-পথে নয়, আকাশপথে বিএনপি চলে।

বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের (বিএনপি) বড় নেতারা এখন ভয়ে আছেন। দিনের আরাম আর রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন কার চাকরি নট হয়ে যায়, কখন যে তারেক রহমানের ডাক আসে। ফখরুল সাহেবও শান্তিতে নেই। দিন যায়, রাত যায়। আন্দোলন আর সফল হয় না। বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) ভয় দেখায় বাংলাদেশ ভারত হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত গেলেই বলে কিছুই আনতে পারে না। ৫৩ বছরে আমরা তো ভারত হইনি। সীমান্ত ও ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। আমাদের গঙ্গার হিস্যা আমরা বুঝে পেয়েছি। আর খালেদা জিয়া ৩ হাজার পিস জামদানি শাড়ি দিয়ে এসে জানায় গঙ্গা চুক্তির কথা বলতে ভুলে গেছেন। কোন মুখে বিএনপি নেতারা এখন তিস্তার হিস্যার কথা বলেন? শেখ হাসিনা জনগণের জন্য আল্লাহর পাঠানো বান্দা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পিতা দিয়েছে স্বাধীনতা, কন্যা দিবে মুক্তি। আমরা এখন মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছি। দেশে রেমিট্যান্স বেড়েছে, রিজার্ভ বাড়তে শুরু করেছে। জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। মন্ত্রী এবং সচিবরা দুর্নীতিমুক্ত হলে সেই মন্ত্রণালয়ে আর দুর্নীতির সুযোগ থাকে না। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
ঢাকা জেলা আওয়ালী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে ও ঢাকা জেলা আওয়ালী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল রোববার তাপমাত্রা বাড়তে পারে শুল্কমুক্ত সুবিধায় ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল দুই ব্রাজিলিয়ানের জাদুতে বড় জয়ে ঘুরে দাঁড়াল কিংস শেখ হাসিনাকে আশ্রয় কেন, প্রশ্ন উঠছে ভারতে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামার আশ্বাস গভর্নরের ‘রাষ্ট্র সংস্কার নয়, নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন’

সকল