১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে থানা হাজতে আসামির ‘আত্মহত্যা’

-

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা হাজতে মোহাম্মদ জুয়েল (২৬) নামের এক আসামির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ১২টার দিকে জুয়েল গ্রেফতার হয়। ৬ ঘণ্টা পর সকাল ৬টা ২৫ মিনিটের দিকে সে মারা যায়। পুলিশের দাবি, ভেন্টিলেটরের সাথে গলায় ফাঁস দিয়ে জুয়েল আত্মহত্যা করেছে। থানার সিসিটিভির ভিডিওতে আত্মহত্যার বিষয়টি ধরা পড়ে।
মোহাম্মদ জুয়েল চান্দগাঁও খেজুরতলা এলাকার আব্দুল মালেকের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গত মঙ্গলবার রাত ১২টার দিকে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাইসহ অন্তত সাতটি মামলা রয়েছে।
তিনি জানান, থানা হাজতে থাকা জুয়েল সকাল সাড়ে ৬টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সিসিটিভি ভিডিওতে সেটা দেখা গেছে। পরনের শার্ট ভ্যান্টিলেটরের সঙ্গে লাগিয়ে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দিকে থানা হাজতে ছেলের মৃত্যুর খবর পেয়ে সকালে থানায় যান জুয়েলের মা মিনারা বেগম ও বড় বোন সালমা আক্তার। বোন বলেন, ‘আমার ভাই আগে খারাপ ছিল। এখন ভালো হওয়ার চেষ্টা করছে। কিস্তি নিয়ে তাকে একটি অটোরিকশা কিনে দিয়েছিলেন মা। কিন্তু সেটি ভাই চালায়নি। ভাড়ায় আরেকটি গাড়ি চালাচ্ছিল। বিভিন্ন পাওনাদার মা ও ভাইয়ের কাছে ৬০ হাজার টাকার বেশি পেত। মূলত এসব কারণে ভাই আত্মহত্যা করতে পারে।

 


আরো সংবাদ



premium cement