১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা-দিল্লি বাণিজ্য সম্প্রসারণে পদক্ষেপ নেয়ার আহ্বান

ময়মনসিংহে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময়
ময়মনসিংহে বাংলাদেশ-ভারত ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অতিথিরা : নয়া দিগন্ত -

আমদানি-রফতানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা নিরসনের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী কয়েকটি স্থলবন্দর দিয়ে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে ভারতীয় পাথর ও কয়লার পাশাপাশি কাজুবাদাম, জিরা, তেজপাতা, কাঁঠালসহ বিভিন্ন ফল কমমূল্যে রফতানি করতে চান। একই সাথে গোয়াহাটিতে স্বল্প খরচে ক্যান্সারসহ জটিল রোগের উন্নতমানের সুচিকিৎসা নিতে তারা বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। পক্ষান্তরে বাংলাদেশের ব্যবসায়ীরা গরু আমদানির করিডোরসহ প্লাস্টিকের পণ্য, মাছ, মেলামাইন, ফ্রিজ ও জুস রফতানি করতে ভারতীয় সরকার এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শনিবার ময়মনসিংহ জেলা পরিষদ ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন গোয়াহাটির উদ্যোগে ‘বাংলাদেশ-ভারত ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ ও সম্ভাবনা’ নিয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি শংকর সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। তিনি বলেন, ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের দু’টি স্থলবন্দর বন্ধ থাকায় দু’শতাধিক ব্যবসায়ী বাড়িঘর বন্ধক রেখে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা হয়রানির শিকার হচ্ছেন।
সভায় বক্তব্য রাখেন- ভারতীয় হাইকমিশনের ট্রেড অ্যান্ড প্রটোকল অফিসার আজহারুল আলম, ভারতের তুরা চেম্বার অব কমার্সের সভাপতি ইনসিন মারাক, জামালপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি ইকরামুল হক নবীন, শেরপুর চেম্বার অব কমার্সের পরিচালক কানু চন্দ্র চন্দ, নেত্রকোনা চেম্বার অব কমার্সের সভাপতি অধ্যাপক রঞ্জিত কুমার সাহা, ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের দলনেতা এম এ রশীদ আলী, ধানুয়া-কামালপুর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি আব্দুল মোকরেছ খোকন, কড়ইতলী আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি এম সুরুজ মিয়া, মহেন্দ্রগঞ্জ আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি ফারুক আহমেদ, মানকাসার আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি নাজিম আহমেদ, গারো হিলস বর্ডার ট্রেড অ্যান্ড চেম্বার অব কমার্সের সভাপতি আক্কি সাংমা, সহকারী কাস্টস কর্মকর্তা নীতেশ চন্দ্র ভৌমিক, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ওয়ালটনের অতিরিক্ত পরিচালক আব্দুল লতিফ, ভারতীয় ব্যবসায়ী রাজু আহমেদ, বিশ্বজিৎ চক্রবর্তীসহ শেরপুরের নাকুগাঁও, হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী, আসামের মহেন্দ্রগঞ্জ, জামালপুরের ধানুয়া-কামালপুর, ভারতের মেঘালয়, তুরা, আসাম ও গোয়াহাটির কয়েকটি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের স্থলবন্দরগুলোর প্রশাসনিক ও অবকাঠামোগত মানোন্নয়ন, আমদানি-রফতানির ক্ষেত্রে ট্যাক্সসহ প্রশাসনিক জটিলতা নিরসন এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement