মুফতি আবদুস সামাদের ইন্তেকাল
- ৩০ জুন ২০২৪, ০০:০৫
বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর নায়েবে আমির ও শরীয়তপুর জেলা খেলাফত আন্দোলনের সিনিয়র উপদেষ্টা, শাইখুল হাদীস মুফতি আব্দুস সামাদ কাসেমী (৬৩) গতকাল শনিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ জোহর জাজিরার পালেরচর মরহুমের প্রতিষ্ঠিত মাহমুদিয়া কওমি মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
খেলাফত আন্দোলনের শোক : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এক শোক বাণীতে মরহুম মুফতী আব্দুস সামাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুম আব্দুস সামাদের মাগফেরাত এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনা করেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা