বছরে ২ হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে আমিরাত
- নিজস্ব প্রতিবেদক
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
চলতি বছর বাংলাদেশ থেকে এক হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এর মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক এবং ৩০০ ট্যাক্সি চালক। এ ছাড়াও আগামী বছর থেকে দুই হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে মধ্যপ্রাচ্যর দেশটি। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি করপোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, এ বছর এক হাজার ৩০০ জনবল নেবে সংযুক্ত আরব আমিরাত। তার মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক। প্রতি মাসে ২০০ করে এ পাঁচ মাসে নেবে। আর ৩০০ ট্যাক্সি চালক যাবে। কমপক্ষে প্রতি বছর দুই হাজার করে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক যাবে। এ সংখ্যা আরো বাড়বে।
আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি জানান, আমি এখানে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানিকে নিয়ে এসেছি। দুবাইয়ে বাংলাদেশী ট্যাক্সি চালকের চাহিদা রয়েছে। সম্প্রতি এ দুই সেক্টরে বাংলাদেশ থেকে ৫০০ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় শ’খানেক লোক নেয়া হচ্ছে বাংলাদেশ থেকে।
রাষ্ট্রদূত বলেন, এ বছর প্রায় এক হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ করা হবে। এ সংখ্যাটা সামনে বাড়বে। পরবর্তী বছরগুলোতে এ সংখ্যা দুই হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে দুই হাজার ১০০ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা অন্য সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি, নিরাপত্তা কর্মী, আতিথেয়তার জন্য কর্মী নিচ্ছি।
ট্যাক্সি ও মোটরসাইকেল চালকদের বেতন জানতে চাইলে আল হামুদি বলেন, এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করবে কতদিন এ দুই খাতে কর্মী যাবে।
বৈঠকে দুবাই ট্যাক্সি করপোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা