১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে হনুমানসহ বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার

-

গাজীপুরে পাচারের উদ্দেশ্যে সংগ্রহে রাখা বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এ সময় বন্যপ্রাণী চোরাচালানকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গতকাল বৃহস্পতিবার নগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে এসব প্রাণী উদ্ধার ও চোরাচালানি চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। বিকেলে জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: শামসুর রহমান তার কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- গাজীপুরের বাঘের বাজার এলাকার মো: মনজুরুল হক (৬০), বাগেরহাটের শরনখোলা এলাকার ড্রাইভার মো: জাকির হোসেন (৫০), শেরপুরের গোবিন্দ নগর এলাকার মো: লাল মিয়া (৪০), বরিশালের মালিকনদা এলাকার মো: জহুরুল ইসলাম (৪২) ও বরগুনার বুড়িরচর এলাকার মো: মোফাসেসল (৩৫)। তারা সবাই ঢাকা ও গাজীপুরে বসবাস করে।


আরো সংবাদ



premium cement