১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাট্য নির্মাতা মনির হোসেনের ইন্তেকাল

-

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’সহ বহু ধারাবাহিক এবং একক নাটকের নির্মাতা ও প্রযোজক মনির হোসেন জীবন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত রাত দেড়টায় রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের সহকর্মীরা জানান, তিনি রাতে হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন। পরে জানতে পারলাম দ্রুত তার অবস্থার অবনতি হয়। এ অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা শিল্পকলা একাডেমিতে তার লাশ রাখা সাধারণের শ্রদ্ধার জন্য রাখা হয়। পরে সেখানেই প্রথম জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মনির হোসেন জীবন ১৯৬৮ সালের ১৫ ফেব্রুয়ারি নরসিংদী জেলার, মনোহরদী থানাধীন কুতুবদী (বড়বাড়ি) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা বীরমুক্তিযোদ্ধা মরহুম ডা: এম এ আজিজ ছিলেন পুলিশ কর্মকর্তা। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের সার্ভিসেস দল পুলিশের হয়ে ফুটবল খেলতেন। ‘স্বাধীন থিয়েটার’ নামে তার একটি মঞ্চ নাটকের দল রয়েছে।
১৯৯০ সালে চাচা চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর তার মাধ্যমে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে। বিটিভির প্রথম প্যাকেজ ধারাবাহিক নাটক মামুনুর রশিদের ‘শিল্পী’ এবং হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি।
তা ছাড়াও হুমায়ুন আহমেদের গ্রন্থনায় মনির হোসেন জীবনের পরিচালনায় বিটিভিতে প্রচারিত হয় বিখ্যাত গানের ধারাবাহিক অনুষ্ঠান ‘জলসা ঘর’, বলা যেতে পারে এ ‘জলসা ঘর’ অনুষ্ঠান থেকেই বাংলাদেশে ‘মিউজিক ভিডিও’ নির্মাণ প্রচলন শুরু হয়।
২০০০ সাল থেকে মনির হোসেন জীবন তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘স্বাধীন চলচ্চিত্র’ গঠন করেন। তার প্রযোজনা সংস্থা থেকে তিনি অসংখ্য একক নাটক নির্মাণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘শাদা কাগজ’, ‘বন্যার চোখে জল’, ‘অপ্রত্যাশিত প্রত্যাশা’, ‘অতঃপর নিঃস্বঙ্গতা’, ‘একজন ময়না’, ‘গানম্যান’, ‘বিবাহ সংকট’, ‘কোরবান আলীর কোরবানী’সহ শতাধিক নাটক নির্মাণ করেছেন।


আরো সংবাদ



premium cement