অধ্যক্ষ খালেদা খানমের মৃত্যুবার্ষিকী পালিত
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
শহীদ লে. সেলিম শিক্ষালয়ে প্রতিষ্ঠাতা অধ্যক্ষা ও আবুজর গিফারী (রা:) বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপিকা মরহুমা খালেদা খানমের ১৩তম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে।
প্রসঙ্গত, বরিশালের বীর মুক্তিযোদ্ধা শহীদ লে. সেলিম মো: কামরুল হাসান বীর প্রতীকের নামে রাজধানী ঢাকার মগবাজার এলাকায় ১৯৭৯ সালে তিনি স্কুলটি প্রতিষ্ঠিত করেন। মরহুমা খালেদা খানমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যান্টনমেন্টের মাজার জিয়ারত, স্মৃতিচারণ অনুষ্ঠান, বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে।
মরহুমার রূহের মাগফেরাত কামনা করে সব শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমণ্ডলী, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের দোয়া করার অনুরোধ জানিয়েছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষয়িত্রী সুলতানা রাজিয়া হোসেন। বিজ্ঞপ্তি।