ভাইবোন ও পুলিশ সদস্যসহ নিহত ৬
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৭ জুন ২০২৪, ০০:৫৪
সড়ক দুর্ঘটনায় পাবনায় ভাইবোন ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একজন পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।
পাবনা প্রতিনিধি জানান, পাবনা সদর উপজেলায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোর জেলার দিনেশের স্ত্রী শম্পা রানী। তারা সম্পর্কে ভাইবোন। আহতদের পরিচয় পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে অনুরাধা ধর নামের এক শিশু জানায়, নিহতরা তার মাসী ও মামা। পাবনার বেড়াতে তার নানাবাড়ি। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিলিমপুর গ্রামে। তারা নানাবাড়িতে বেড়াতে এসে মামার জন্য পাত্রী দেখতে পাবনা শহরে আসতে ছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাচ্ছি। পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন সিএনজি যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে দুর্ঘটিনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বিরামচর এলাকায় প্রতিদিনের মতো হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। ভোরে রাত সাড়ে ৫টায় দিকে ঢাকাগামী একটি ট্রাক চেকপোস্ট অমান্য করে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হককে (২৫) চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত রবিউল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে ট্রাকচালক কামাল, একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান ও মনিরুল ইসলামকে আটক করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় জাহাঙ্গীর মিয়া (২৪) নামে এক সিএনজি মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া বিজয়নগর উপজেলার ইসলামপুর শশই এলাকার সামছু মিয়ার ছেলে। তিনি পূর্ব কুট্টাপাড়া গ্রামের হাজী রওশন আলীর মার্কেটে সিএনজির ইঞ্জিল মিস্ত্রি হিসেবে কাজ করতেন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন ঘটনার সততা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটে বাসচাপায় নুরজ্জামাল ইসলাম (৬০) নামে মসজিদের এক খতিব নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের জাহাঙ্গীর মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজ্জামাল ইসলাম সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় উত্তর চিনিপাড়া বায়তুন নুর জামে মসজিদের খতিব। পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের উত্তর চিনিপাড়া বায়তুন নুর জামে মসজিদসংলগ্ন মক্তবে শিক্ষার্থীদের পড়াতে বাড়ি থেকে বাইসাইকেলযোগে যাচ্ছিলেন নুরজামাল ইসলাম। জাহাঙ্গীর মার্কেট এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি বাস পেছন দিকে থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের নগরকান্দায় বিশ্বরোড হিসেবে পরিচিত ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত বাস উল্টে সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হন। তাদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে চরযশোরদি ইউনিয়নের গজারিয়া স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাজন বেপারী (৪২)। তার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।