বগুড়ায় আইএফআইসি ব্যাংক লুটের প্রায় ১১ লাখ টাকা উদ্ধার : গ্রেফতার ৪
- বগুড়া অফিস
- ২৬ জুন ২০২৪, ০১:৪৪
বগুড়া সদরের আইএফআইসি ব্যাংকের মটিডালী উপ-শাখায় সিন্দুক ভেঙে ২৯ লক্ষাধিক টাকা লুটের রহস্য উন্মোচিত হয়েছে। জেলা পুলিশের অভিযানে ধরা পড়েছে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য এবং সেই সাথে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া টাকার মধ্যে ১০ লাখ ৮০ হাজার ৯৪০ টাকা। জব্দ করা হয়েছে চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল, সিন্দুক ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি টায়ার লিভার। গত পাঁচ দিন ধরে বগুড়া ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও টাকাসহ আলামতগুলো জব্দ করা হয়। এই চুরির ঘটনায় পাঁচজন অংশ নেয়। ঘটনার এক মাস আগে থেকেই তারা ব্যাংকের উপ-শাখা রেকি করে যায়। মঙ্গলবার (২৫ জুন) বগুড়া জেলা পুলিশ অফিসে প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য জানান।
তিনি বলেন, আইএফআইসি ব্যাংকের বগুড়া শাখার অধীনে বগুড়া সদরের মাটিডালী বিমান মোড়ে খান কমপ্লেক্সের ২য় তলায় উপ-শাখা অফিস থেকে অজ্ঞাতনামারা গত ১২ জুন বিকেল ৫টার পর থেকে ১৩ জুন সকাল পৌনে ১০টার আগে যেকোনো সময় সিন্দুক ভেঙে তাতে থাকা সর্বমোট ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়। এরপর সদর থানার একটি টিম ভিডিওফুটেজ উদ্ধার করে ১৯ জুন থেকে অভিযান শুরু করে। টানা পাঁচ দিন বগুড়ার সোনাতলা, শিবগঞ্জ ও আদমদীঘি থানা এলাকাসহ ঢাকা মহানগরের দক্ষিণখান থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। একপর্যায়ে গত ২৩ জুন অভিযুক্ত মো: পাভেলকে (২৫) গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্যানুযায়ী তদন্তে প্রাপ্ত ও ঘটনার সাথে সরাসরি জড়িত অন্যান্য অভিযুক্ত বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু (২৮) ও বিমল রাজভর (৩০)এবং পরের দিন ২৪ জুন ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে মূলহোতা জাহিদুল ইসলামকে (২৯) গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, চুরি হওয়া টাকার মধ্যে অভিযুক্ত পাভেলের বসতবাড়ি থেকে এক লাখ এক হাজার ৪৭০ টাকা, বিমল রাজভরের শ্বশুরবাড়ি থেকে দুই লাখ ৯৩ হাজার ২২০ টাকা, বিপ্লব সরকার মিথুন ওরফে মিতুর (২৮) বাড়ি থেকে এক লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা এবং অভিযুক্ত জাহিদুল ইসলামের (২৯) বাড়ি থেকে পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। এ ছাড়া জাহিদুল ইসলামের কাছ থেকে চুরির অর্থ দিয়ে কেনা একটি লাল রঙের মোটরসাইকেল জব্দ করা হয়। সে মোটরসাইকেলটি এক লাখ টাকায় কিনেছিল। পরে জাহিদুল ইসলামকে আরো জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মতে চুরির কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি টায়ার লিভার (সিন্দুক ও তালা ভাঙার কাজে ব্যবহৃত) জব্দ করা হয়। টায়ার লিভারটি আইএফআইসি ব্যাংকে ওই উপ-শাখার ভবনের পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। ওই গ্রুপের নেতৃত্বে ছিল পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য অভিযুক্ত জাহিদুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা