১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সংসদে প্রতিমন্ত্রী পলক

দেশে নিবন্ধিত সিম ৩৩ কোটি সক্রিয় ১৯ কোটি

-


দেশে বর্তমানে চারটি মোবাইল ফোন অপারেটর কোম্পানি কাজ করছে। বর্তমানে এসব কোম্পানির নিবন্ধিত সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এর মধ্যে সক্রিয় ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজারটি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের এমপি মো: আব্দুল মালেক সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটরের সংখ্যা চারটি। এগুলো হলো- গ্রামীণফোন লিমিটেড, রবি অজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এ চারটি মোবাইল অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা মোট ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি।

তিনি জানান, এর মধ্যে গ্রামীণ ফোনের নিবন্ধিত সিমের সংখ্যা ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫টি। বাংলালিংকের ৯ কোটি সাত লাখ ৬৫ হাজার ৯৬২টি, রবি অজিয়াটার ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নিবন্ধিত সিমের সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩টি। এর মধ্যে গ্রামীণফোনের সক্রিয় সিম ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার, রবি অজিয়াটার ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজার, বাংলালিংকের ৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজারটি। দেশে মোট ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার সক্রিয় সিম রয়েছে।

কলরেট সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে পলক জানান, কলরেটের ক্ষেত্রে মোবাইল অপারেটরগুলো অন-নেট এবং অফ-নেট গ্রাহকদের জন্য পৃথক ট্যারিফ অফার করতে পারবে না অর্থাৎ একটি নির্দিষ্ট প্যাকেজ/ অফার/ বান্ডেলে অন-নেট এবং অফ-নেটের জন্য একই ট্যারিফ প্রযোজ্য হবে। বর্তমানে প্রচলিত কলরেটটি ২০১৮ সালে মার্কেট পর্যালোচনা, আর্থসামাজিক প্রেক্ষাপট প্রভৃতি বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়েছে এবং এ বিষয়ে মার্কেট সংশ্লিষ্ট পর্যালোচনা চলমান রয়েছে। তাই আপাতত কলরেট পুনর্নির্ধারণের বিষয়ে কোনো পূর্ব পরিকল্পনা নেই।
তিনি জানান, রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড সরকার নির্দেশিত সর্বনিম্ন কলরেট (৪৫ পয়সা প্রতি মিনিট) গাইডলাইন অনুসরণপূর্বক গ্রাহকদের অন্যান্য অপারেটরদের তুলনায় সাশ্রয়ী মূল্যে সেবা দিয়ে আসছে। ভবিষ্যতে সারা দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের পরে ইন্টারনেট প্যাকেজে আরো সাশ্রয়ী আনয়ন করা হবে।

 


আরো সংবাদ



premium cement