কবুতর মারতে গণভোট
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
কবুতর মেরে ফেলার জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে পশ্চিম জার্মানির লিমবুর্গ অ্যান ডার লাহন শহরে। সেই ভোটে কবুতর মেরে ফেলার পক্ষে ভোট দিয়েছেন শহরের বাসিন্দারা। গত ৯ জুন এই গণভোটের আয়োজন করা হয়। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন প্রাণী অধিকার কর্মীরা।
খবরে বলা হয়, শহরের বাসিন্দারা কবুতরের বিষ্ঠার কারণে অতিষ্ঠ হয়ে উঠছেন। কবুতরের জন্য ওই শহরের বাসিন্দারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। কেউ কেউ কবুতরের বিষ্ঠায় অতিষ্ঠ হয়ে আইনের আশ্রয়ও নিয়েছেন। তাই স্থানীয় ব্যবসায়ীরা বাজপাখি দিয়ে কবুতর মেরে ফেলার দাবি জানান।
অধিবাসীদের বেশির ভাগই কবুতর নিধনের পক্ষে ভোট দিয়েছেন। গণভোটের মাধ্যমে ৭০০ কবুতর মেরে ফেলার পক্ষে বাসিন্দাদের মতামত নিয়েছে শহর কর্তৃপক্ষ। তবে সমালোচনার মুখে ভোটের ফল বাস্তবায়নে অগ্রসর হওয়া যাবে কি না তা নিয়ে ভাবনায় পড়েছেন শহরের কর্মকর্তারা।
এ নিয়ে প্রাণী অধিকারকর্মীদের সাথে চলছে আইনি লড়াই। এরই মধ্যে লিমবুর্গের নিউমার্কেট কেন্দ্রীয় স্কোয়ারের আশপাশের বাসিন্দা, রেস্তোরাঁ এবং বাজারের বিক্রেতারা আন্দোলনেও নেমেছেন। গত ২০ জুন লিমবুর্গের কর্মকর্তারা বলেছিলেন, তারা গণভোটের ফল নিয়ে এগিয়ে যাবে কি না, তা বিবেচনা করছেন।
শহরের মুখপাত্র জোহানেস লাউবাচক বলেন, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। রেজলিউশনে বলা হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের আগে আরও অধিকতর পর্যালোচনা করা হবে। এনডিটিভি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা