অনলাইনে পণ্য কিনে পেলেন সাপ!
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
অনলাইনে কেনা কাটা এখন অহরহ। এতে ভালো কোম্পানি হলে ভালো পণ্য মেলে। কিন্তু প্রতারণার শিকারও হন অনেকে। এর আগে শোনা গেছে, কোনো একটি দামি প্রোডাক্ট অর্ডারের পর হাতে পেয়েছেন সাবান, ইট বা অন্য কিছু। তবে এবার ঘটেছে অন্যরকম ঘটনা।
খবরে বলা হয়েছে, কর্ণাটকের সারজাপুর রোডের এক নারী ই-কমার্স সাইট আমাজনে একটি এক্সবক্স (ভিডিও গেমিং ব্র্যান্ড) কন্ট্রোলার অর্ডার দিয়ে পেয়েছেন একটি বিষধর সাপ।
ওই নারী জানান, তার বাড়িতে আমাজন থেকে যে বক্সটি আসে, তা খুলে একটি বিষধর সাপ দেখতে পান তিনি। তবে প্যাকেটটি ভালোভাবে টেপ দিয়ে প্যাঁচানো থাকায় ওই নারীর কোনো ক্ষতি হয়নি।
ওই নারী এ ঘটনার একটি ভিডিও তার এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। ধারণা করা হচ্ছে, সাপটি একটি ‘স্পেকট্যাক্লড কোবরা’। এটি অত্যন্ত বিষাক্ত একটি সাপ। পরে ওই নারী সাপটিকে নিরাপদ স্থানে নিয়ে ছেড়ে দিয়েছেন। তবে এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক্স হ্যান্ডলে আমাজনের পক্ষ থেকে বলা হয়, আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আপনি এ বিষয়ে বিস্তারিত জানান। আমাদের টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে। এনডিটিভি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা