স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় পলাশীর শিক্ষাকে কাজে লাগাতে হবে : ছাত্রশিবির
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্র কাননে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্যমে বাঙালি তথা মুসলমানদের শোচনীয় পরাজয় ঘটেছিল। নবাবের পরাজয়ের মাধ্যমে বাংলা প্রায় ১৯০ বছরের জন্য স্বাধীনতা হারায় এবং ভারত বর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। প্রায় ২০০ বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়ে আমরা আর কোনো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে চাই না। আমরা পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঁচতে চাই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পলাশীর ঘটনাকে পুনর্মূল্যায়ন করে এর শিক্ষাকে কাজে লাগাতে হবে।
গতকাল ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা আয়োজিত পলাশী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর সভাপতি নয়ন হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ইয়াছিন আরাফাত বলেন, সেদিনকার মীর জাফরের উত্তরসূরিরা আজও আমাদের লাল-সবুজের পতাকাকে ভূ-লণ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। ব্যক্তি স্বার্থ ও ক্ষমতার জন্য স্বজাতির সাথে বেঈমানি করছে। এসব বিশ্বাস ঘাতকদের ব্যাপারে আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আর কোনো পলাশী যেন বাংলার মাটিতে না ঘটে সে জন্য তরুণ ও ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এ ছাড়াও সারা দেশের বিভিন্ন শাখা পলাশী দিবসের আলোচনা সভার আয়োজন করে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা