মার্কিন প্রশাসনের ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক কর্মকর্তার পদত্যাগ
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৩ জুন ২০২৪, ০২:৫০
মার্কিন পররাষ্ট্র দফতরের ফিলিস্তিন-ইসরাইল বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু মিলার পদত্যাগ করেছেন। এই সপ্তাহেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গাজা নীতির প্রতিবাদেই তার এই পদত্যাগ বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। আলজাজিরা।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মিলার তার সহকর্মীদের বলেছিলেন, গত অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরাইল যুদ্ধ ভয়ানক হয়ে উঠেছে। আর তাই তিনি তার পরিবারের সাথে আরো বেশি সময় কাটাতে চেয়েছিলেন। মিলারের পদত্যাগের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল সরকারের প্রতি বাইডেন প্রশাসনের উদারনীতির প্রতি আস্থা হারিয়েছিলেন তিনি।
ফেব্রুয়ারিতে জারি করা নির্বাহী আদেশে ইসরাইলের বিরুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছিলেন মিলার। তার ওই ভূমিকার কারণেই অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর হামলার জন্য বেশ কিছু ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর আগে মিলার জাতিসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূতের জ্যেষ্ঠ নীতি উপদেষ্টা ছিলেন। এ ছাড়া ওবামা প্রশাসনে হোয়াইট হাউজ জাতীয় নিরাপত্তা পরিষদে মিসর ও ইসরাইলের সামরিক বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সহকর্মীদের মিলার বলেছেন, প্রশাসনের নীতির সাথে যদি তিনি দ্বিমত পোষণ না করতেন তাহলে হয়তো তিনি পদত্যাগ করতেন না। কিন্তু এমন একটি বিষয় বা এলাকা নিয়ে তার কাজ যেখানে তিনি বাইডেন প্রশাসনের সাথে একমত হতে পারছেন না। ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা