১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৫৫০ আলোকবর্ষ দূরে ভয়ঙ্কর বস্তু

-

জ্যোতির্বিদরা ৫৫০ আলোকবর্ষ দূরে ভয়ঙ্কর আকৃতির নীহারিকা (নেবুলা) ‘ক্যাসিওপিয়া ঘোস্ট’ দেখতে পেয়ে আঁতকে ওঠেন। ভূতের আকৃতির এই নীহারিকাটির ছবি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মরুভূমিতে অবস্থিত আল খাতাম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেন্টার থেকে তোলা হয়েছে। খালিজ টাইমস। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ক্যাসিওপিয়া নক্ষত্র গোষ্ঠীর অন্তভর্ুুুক্ত মহাকাশীয় বস্তুর মতোর আকৃতি ও সেখানে অবস্থানের কারণে এই নীহারিকাটির নামকরণ করা হয়েছে ‘ক্যাসিওপিয়া ঘোস্ট’।
এটি মহাজাগতিক গ্যাস ও ধুলোর সমন্বয়ে গঠিত এবং ৫৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। নীহারিকার বেশির ভাগই আয়নযুক্ত হাইড্রোজেন নিয়ে গঠিত। এটির কাছাকাছি একটি দৈত্যাকার নীল রঙের নক্ষত্রের অতিবেগুনি রশ্মির কারণে নেবুলাটিকে লাল দেখায়। তবে নীল নক্ষত্রটিকে ছবিতে দেখা যায়নি। হালকা নীল রঙটি এসেছে ধুলার কারণে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement