কবি অসীম সাহা আর নেই
- নিজস্ব প্রতিবেদক
- ২০ জুন ২০২৪, ০০:৩৪
কবি অসীম সাহা আর নেই। গত মঙ্গলবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা গত ২১ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার তার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য অসীম সাহা ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। অসীম সাহা পেয়েছেন আলাওল সাহিত্য পুরস্কার, শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কারসহ বহু সম্মাননা। কবিতা ও উপন্যাস ছাড়াও অসীম সাহা লিখেছেন প্রবন্ধ, গান। তিনি ১৯৪৯ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন।
শোক : তার পরলোক গমনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে বাংলাদেশ পোয়েটস ক্লাব। কবির পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ্ আনসারী, মহাপরিচালক কবি নাহিদ রোকসানা, নির্বাহী পরিচালক গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, পরিচালক অধ্যাপক আনোয়ারা খানম, পরিচালক ড. জসিম উদ্দিন শেখ, পরিচালক কৃষিবিদ ড. মো: বদরুজ্জামান, পরিচালক অধ্যাপক আলেয়া চৌধুরী, পরিচালক অভিনেতা আবদুল আজিজ পরিচালক কবি মির্জা আশরাফুল ইসলাম, পরিচালক কবি মুস্তারী বেগম, পরিচালক কবি হৃষীকেশ রায় শংকর, পরিচালক সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, পরিচালক কবি তন্ময় হারিস, পরিচালক গবেষক মো: নিরুজ্জামান পরিচালক গবেষক ড. সাহেদ মন্তাজ পরিচালক সংগঠক খান আখতার হোসেন, পরিচালক অধ্যাপক মিলন রায়, পরিচালক কবি এ বি এম সোহেল রশিদ পরিচালক কবি লুৎফুর রহমান চৌধুরী, পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আলী খান চৌধুরী, ঢাকা জেলা ও বিভাগীয় সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ, ঢাকা মহানগর সভাপতি সনেট কবি আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম জেলা সভাপতি কবি সুপ্রিয় কুমার বড়ুয়া, সিলেট জেলা সভাপতি অধ্যাপক সিরাজুল হক, সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম, হবিগঞ্জ জেলা সভাপতি কবি নিলুপা ইসলাম, মৌলভীবাজার জেলা সভাপতি কবি সালেহ আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি কবি আব্দুল আজিজ চৌধুরী, ময়মনসিংহ সভাপতি কবি জালাল উদ্দীন আহমেদ, নেত্রকোনা জেলা সভাপতি কবি তৌফিকা আজাদ কিশোরগঞ্জ সভাপতি কবি জাকারিয়া আনসারী ব্রাহ্মণবাড়িয়া সভাপতি কবি সৈয়দা শিরিন আক্তার, সিরাজগঞ্জ সভাপতি কবি আব্দুল হামিদ সরকার, ফরিদ পুর সভাপতি কবি শরীফ মুহাম্মদ সালমান, যশোর জেলা সভাপতি কবি নাহিন ফেরদৌস, খুলনা মহানগর সভাপতি কবি মনিরুল ইসলাম সেলিম চট্টগ্রাম মহানগর সভাপতি কবি তালুকদার হালিম, দিনাজপুর জেলা সভাপতি কবি ইয়াসমিন আরা রানু, বৃহত্তর কুষ্টিয়া সভাপতি কবি মো: নুরুল হুদা ডিউক, গোপালগঞ্জ জেলা সভাপতি কবি দীন ইসলাম, গাজীপুর জেলা সভাপতি কবি আব্দুল মান্নান শেখ, নরসিংদী জেলা সভাপতি কবি মুর্শেদা ভূইয়া মীরা, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি কবি ডাক্তার তাহেরা খানম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি কবি জালাল উদ্দীন নলুয়া, টাঙ্গাইল জেলা সভাপতি কবি শামসুন্নাহার রুবাইয়া, কুমিল্লা জেলা সভাপতি কবি লায়লা আর্জুমান আরা শিউলী, ফেনী জেলা সভাপতি কবি খন্দকার মাহবুব ই এলাহী, নোয়াখালী জেলা সভাপতি কবি ফারুক আল্ ফয়সাল, লক্ষ্মীপুর জেলা সভাপতি কবি নাসরীন জাহান রীনা, রংপুর জেলা সভাপতি কবি পূর্ণিমা রাজ, কক্সবাজার জেলা সভাপতি কবি আবুল হোসেন হেলালী, বান্দরবান জেলা সভাপতি কবি মহিউদ্দিন চৌধুরী এবং পোয়েটস ক্লাব সম্পাদক মণ্ডলীর সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সহসভাপতি শিল্পী শফিকুল ইসলাম স্বপন সহসভাপতি কবি মিয়া আসলাম প্রধান, সহসভাপতি মাসুদা সিদ্দিকা রুহী, সহসভাপতি কবি আফরোজা জেসমিন, সাধারণ সম্পাদক কবি সুবর্ণা অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পী তৃষ্ণা মার্টিনা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি অমিতাভ চক্রবর্তী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি হুমায়ুন কবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি সেলিনা আহমেদ ডডন। আগামী ২৬ জুন বিকেল ৫টায় রাজধানীর বাংলা বাজার বিউটি বোর্ডিংয়ে কবি অসীম সাহা স্মরণে শোক সভার আয়োজন করবে বাংলাদেশ পোয়েটস ক্লাব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা