শিশুসহ ৬ জেলায় ৮ জন নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, কুমিল্লা, জামালপুর, ফেনী, নড়াইল ও সিলেটে শিশুসহ আটজন নিহত হয়েছেন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে কালিহাতীর বাগুটিয়ায় বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আবদুল্লাহ আল মামুনের ছেলে আবদুল্লাহ আল অক্ষর (৬) ও তার নানী শাশুড়ি হুসনে আরা বেগম (৬৮) এবং কুমিল্লার কুদ্দুস মিয়ার ছেলে প্রাইভেট কারের চালক আবুল হোসেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ময়মনসিংহগামী দু’টি প্রাইভেট কার বাগুটিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে সামনের প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই প্রাইভেট কারে থাকা শিশুসহ তিনজন মারা যান। এ ঘটনায় প্রাইভেট কারের আরো তিনজন আহন হন। আহতদের প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত চলন্ত গাড়ির পেছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক মোহাম্মদ বাহাদুর (৩২) নিহত হয়েছেন। তিনি নোয়াখালী জেলার সুবর্ণপুর উপজেলার চড়ভাঙ্গা গ্রামের সেকান্দর ব্যাপারির ছেলে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের মেলান্দহে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মা নিহত হয়েছেন। বেঁচে গেছেন তার দুই সন্তান। গতকাল শুক্রবার বেলা অনুমান ১টা ১০ ঘটিকার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার মালঞ্চ এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা (৩১) জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকার জয়নাল আবেদীন মাস্টারের মেয়ে। মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ বলেন, প্রাইভেট কার ও সিএনজি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি আলামপুর হাজী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-ঢাকা মহাসড়কের হাওয়াইখালী সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম নড়াইলের কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা জানান, সিলেট-তামাবিল মহাসড়কে নম্বরবিহীন পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল পানিছড়ার সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ৮ নম্বর কূপের সামনে জাফলং অভিমুখী দ্রুতগামী ডিআই পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ময়নুল হোসেন আয়ানি (৫৫)। তিনি চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের মরহুম ঈসা মেম্বারের ছেলে। নিহত ময়নুল সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উপব্যবস্থাপক (সার্ভিস) পদে কর্মরত ছিলেন।