১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বৃষ্টিতে ফের জলমগ্ন সিলেট

-

সিলেটের জন্য বৃষ্টি রীতিমতো এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলেই ভেসে যায় সিলেট। নগরে ছয় ঘণ্টার অতিবৃষ্টিতে আবারো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নগরের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নগরের অভিজাত উপশহর, মেজরটিলা, জালালাবাদ, সোবহানীঘাট, তেরোরতন, মাছিমপুরসহ শহরের নিম্নাঞ্চলের এলাকায় বৃষ্টির পানি জমেছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি।
এ দিকে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩৪৯ মিলিমিটার। এ কারণে সিলেটের নদ-নদীর পানি বাড়তে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তথ্য মতে, সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে বুধবার সন্ধ্যায় ১১ দশমিক ৬০ মিটার ও ৯ দশমিক ৫৮ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার দুপুর ১২টায় ১২ দশমিক ৩৭ মিটার ও ১০ দশমিক ১১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেটের আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো: সজীব হোসাইন বলেন, সিলেটে গত ২৪ ঘণ্টায় (বুধবার ভোর ৬টা থেকে গতকাল ভোর ৬টা) বৃষ্টিপাতের পরিমাণ ৪ দশমিক ৬ মিলিমিটার। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেটের আকাশে বজ্র মেঘের অবস্থান রয়েছে। যেটা কেটে যেতে সময় লাগবে। তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে।
পানির স্রোতে ভেসে প্রাণ গেলো শিশুর
সিলেটে পানির স্রোতে ভেসে গিয়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের কুয়ারপার এলাকার ইঙ্গোলাল রোডে গাবিয়ার খালের এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরাব আহমদ। সে স্থানীয় বাসিন্দা সাবের আহমদের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: সিকন্দর আলী।
স্থানীয় সূত্র জানায়, সিলেটে সকাল থেকে হওয়া ভারী বৃষ্টিতে মহানগরের অন্যান্য স্থানের মতো কুয়ারপাড়েও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কুয়ারপাড়ের বাসিন্দা সাবের আহমদের ঘরের সামনেই জমে যায় হাঁটু সমান পানি। সবার অগোচরে তার দুই বছরের একমাত্র সন্তান আরাব ঘরের সামনে পানিতে খেলতে নেমে যায়। এ সময় পাশ দিয়ে বয়ে যাওয়া গাবিয়ার খালের তীব্র স্রোত তাকে টেনে নেয়। কিছুক্ষণ পর আরাবের খোঁজ করে তাকে না পেয়ে স্থানীয়দের ধারণা হয় সে খালের পানিতে ভেসে গেছে। ধারণা অনুযায়ী খালের পানির স্রোতের ভাটির দিকে খুঁজতে থাকলে কিছুদূর গিয়ে আরাবের দেহ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement