ঠেলাগাড়ির গতি সাড়ে ৫২ মাইল
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৩ জুন ২০২৪, ০১:৪৩
ঠেলাগাড়ির গতি সর্বোচ্চ কত হতে পারে-ঘণ্টায় ১০ থেকে ১২ মাইল। খুব জোরে চালালে ২০ মাইলই হতে পারে। তবে যুক্তরাজ্যের এক মেকানিক তার বাগানে কাজের জন্য এমন একটি ঠেলাগাড়ি বানিয়েছেন, যা ঘণ্টায় ৫২ দশমিক ৫৮ মাইল গতিতে ছুটেছে। এরই মধ্যে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।
ব্রিটিশ ওই ব্যক্তির নাম দিলান ফিলিপস। তিনি গিনেস কর্তৃপক্ষকে বলেন, আমি প্রথমে জানতাম না যে, ঠেলাগাড়ির গতির জন্য বিশরেকর্ড ক্যাটাগরি আছে। বাগানে কাজ করতে মজার এই ঠেলাগাড়ি বানিয়েছি। অনুশীলনের সময় দেখি এটির গতি ঘণ্টায় ৩৭ মাইল। পরে রেকর্ড সম্পর্কে জানি।
ফিলিপস ওয়ার্ল্ড রেকর্ড করতে ইয়র্কশায়ারের এলভিংটন এয়ারফিল্ডে ‘স্ট্রেইটলাইনারস স্পিড উইক-২০২৪’-এ অংশ নেন। তিনি বিবিসিকে বলেন, ঠেলাগাড়ির গতি উচ্চ হওয়া যেমন অস্বস্তিকর, তেমনি ভীতিকরও। এর গতি হ্রাস করাও সমস্যাজনক। কারণ এর ব্রেক কেবল সামনেই। কাঠে স্পর্শ করে এটি বন্ধ করা যায়, যা অস্বস্তিকর। এটার কোনো সাসপেনশনও নেই। সর্বোচ্চ গতির অনুভূতি হলেও এটি একেবারে অনর্থক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা