১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সিলেটে চক্রের ৬ সদস্য গ্রেফতার

কয়েক সেকেন্ডে চোরাই ফোনের আইএমইআই পরিবর্তন

-

চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নাম্বার। কিন্তু একটি চক্র সেই আইএমইআই নাম্বারটি পাল্টে ফেলছে ৩-৭ সেকেন্ড কিংবা এক মিনিট সময়ে। চক্রটি চুরির পর কমপক্ষে মাসখানেক সময় নিয়ে এসব মোবাইল বিক্রির জন্য বাজারে ছাড়ে। যাতে ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তি মোবাইলের আশা ছেড়ে দেন কিংবা পুলিশের হাতে ধরা না পড়ে।
দীর্ঘদিন ধরে মোবাইল চুরি-ছিনতাই ও আইএমইআই পাল্টে বিক্রি করে আসা একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তারা ব্যবহৃত ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার ও ইলেকট্রনিক ডিভাইসের সহায়তায় চোরাই মোবাইল সেটের আইএমইআই নম্বর অনেক দিন ধরেই পরিবর্তন করে আসছিলেন। গ্রেফতারকৃতরা হলো- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রাউয়াই উম্মর কবুল গ্রামের রফিকুল ইসলাম সেতাবের ছেলে নজিবুল ইসলাম জেবলু (২২), নগরীর লামাপাড়ার মো: বাচ্চু মিয়ার ছেলে মো: আব্দুর রহিম (২৮), বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের মো: আকল মিয়ার ছেলে মো: মাসুদ মিয়া (২৩), দক্ষিণ সুরমা উপজেলার ধরাদরপুর গ্রামের আমির আলীর ছেলে মো: ইমন (২২), একই উপজেলার সিলাম টিকরপাড়ার মানিক মিয়ার ছেলে মিজানুর রহমান (২২) ও ধরাদরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহমান (২২)।
গত সোমবার সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের ৩য় তলায় একাধিক মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩১টি স্মার্ট মোবাইল ফোন, ১০টি বাটন মোবাইল ফোন, ১০টি ট্যাব, ২টি পিসি, ৩টি মনিটর, ২টি কিবোর্ড, ২টি মাউস, ১টি হার্ডড্রাইভ, ২টি পেনড্রাইভ, ১টি আইএমইআই পরিবর্তনকারী ডিভাইস ও নগদ ৭৫ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো: মোমিনুল হক।
তিনি বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে মোবাইল সিন্ডিকেট চক্রের অবৈধ মোবাইল ক্রয়-বিক্রয়ের তৎপরতা বেড়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল চোরাকারবারির সঙ্গে জড়িত। তারা মোবাইল চুরি, ছিনতাই ও আইএমইআই পরিবর্তনের হোতা।
চক্রটি চোরাইকৃত মোবাইল ফোনগুলো বিক্রির জন্য বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, গ্রেফতার জেবলু, মোবাইল ছিনতাই করে চক্রের মূলহোতা রহিম, মাসুদ মিয়ার কাছে স্বল্পমূল্যে বিক্রি করতো। আর ইমন হচ্ছে মিডিয়ার দায়িত্বে। সে কারো কাছ থেকে মোবাইল ক্রয় করতো না, আবার বিক্রিও করতো না। তার কাজ হচ্ছে আইএমইআই পরিবর্তনকারীর কাছে নিয়ে যাওয়া। এ ছাড়া গ্রেফতার মিজানুর রহমান ও আব্দুর রহমান মোবাইলের আইএমইআই পরিবর্তনের অন্যতম কারিগর। তারা কয়েক সেকেন্ডের মধ্যেই ছিনতাই হওয়া মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রির জন্য প্রস্তুত করে।
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, তারা আইএমইআই পরিবর্তনের পাশাপাশি কখনো কখনো মোবাইলের কেসিন, ডিসপ্লেও পরিবর্তন করে ফেলে। এ পর্যন্ত তারা ২০ থেকে ২৫ হাজারের বেশি মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে। তিনি আরো বলেন, ব্র্যান্ড এবং কোয়ালিটি ভেদে এসব মোবাইলের দাম ৫০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ভালো মানের মোবাইলগুলো তারা মোবাইল মেরামত করার দোকানে বিক্রি করে। আর অন্য মোবাইল বিভিন্ন মার্কেটে ভ্রাম্যমাণভাবে বিক্রয় করে আসছিল।
র‌্যাবের এক কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে চুরি, মারামারি, হত্যার চেষ্টা ও সরকারি কাজে বাধা দেয়ার চেষ্টাসহ মোট ৫টি মামলা রয়েছে। ইমন ও মিজানুর রহমানের বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement
প্রশাসনের নির্দেশনা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম ক্লাবে কনসার্ট সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজত আমিরের ব্রিটিশরা ভারতবর্ষের কতটা আর্থিক ক্ষতি করে গেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম খান

সকল